সংক্ষিপ্ত ইতিহাস

চট্টগ্রাম জেলার অন্তর্গত সাগর কন্যা সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রহমতপুর উচ্চ বিদ্যালয় ১৯৭৪ সালে বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী আবদুল বাতেন সওদাগর এর সুযোগ্য পূত্র তৎকালীন রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান পরবর্তীতে সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। ০১/০১/১৯৮১ ইং তারিখে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ১ম স্বীকৃতি লাভ করে ০১/০৬/১৯৮২ ইং তারিখে এমপিও ভূক্ত হয়।  মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে ০১/০১/১৯৮৬ ইং তারিখে। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিনটি বিভাগ খোলা রয়েছে। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এসএসসি প্রোগাম চালু রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে রহমতপুর তথা সন্দ্বীপের শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে দেশ-বিদেশে অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ নানাবিধ পেশায় যতেষ্ঠ খ্যাতি অর্জন করছে।